বলিউডে অব্যাহত রানু মণ্ডলের সাফল্যের উড়ান। এবার উদিত নারায়ণের সঙ্গে গান রেকর্ড করে ফেললেন সোশ্যাল মিডিয়া সেনসেশান রানু মণ্ডল। তবে শুধু উদিত নারায়ণই নন, রানুর সঙ্গে গলা মেলাতে দেখা গেল হিমেশ রেশমিয়া ও পায়েল দেবকেও।খবর জি২৪
গত ২৮ তারিখ লতা মঙ্গেসকরের জন্মদিনেই রেকর্ড করা হল রানুর নতুন গান। আর সেই রেকর্ডিংয়ের ভিডিয়ো পোস্ট করলেন হিমেশ নিজেই। হিমেশের পোস্টের কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি।
"কেহ রহি হ্যায় নজদিকিয়াঁন", ট্রেন্ড বজায় রেখেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল হিমেশের পরিচালনায় রানুর তৃতীয় গান। ভিডিয়োয় দেখা যাচ্ছে 'তেরি মেরি'-এর রেকর্ডিংয়ের সেটেই নতুন গান রেকর্ড করছেন উদিত নারায়ণ। সঙ্গে আছেন রানু মণ্ডলও, যোগ দিলেন হিমেশ রেশমিয়া, সবার শেষে গাইলেন পায়েল দেব। সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কেড়েছে এই ভিডিয়ো।
আজকের বাজার/লুৎফর রহমান