ইতালি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে , ইইউভুক্ত অন্যান্য দেশগুলোর সঙ্গে চুক্তির শর্তের অধীনে তারা ভূমধ্যসাগরে উদ্ধারকৃত শতাধিক অভিবাসী বহনকারী দু’টি জাহাজকে প্রবেশের অনুমোদন দিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইউরোপিয়ান কমিশন উদ্ধারকারী জাহাজ অ্যালান কুর্দির (সমুদ্রে ডুবে নিহত শিশু অ্যালান কুর্দির নামে জার্মান উদ্ধারকারী জাহাজ) ৬১ জন অভিবাসী এবং ওশান ভাইকিং জাহাজের ৬০ অভিবাসীকে আশ্রয় দেয়ার ব্যাপারে তাদের প্রক্রিয়া শুরু করেছে।
২০১৫ সালে ভূমধ্যসাগরে সিরিয়ান অভিবাসীদের নৌকা ডুবির ঘটনায় শিশু অ্যালান কুর্দি মারা যাওয়ায় ঘটনায় অভিবাসন সংকট বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে।পরে অ্যালান কুর্দির নামে জার্মান চ্যারিটি জাহাজ সি-আই’স নতুন করে অ্যালান কুর্দি নামকরণ করা হয়। সেপ্টেম্বরে ফ্রান্স, জার্মানি, ইতালি ও মাল্টার মধ্যে সম্পাদিত চুক্তিকে রোম স্বাগত জানিয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান