মাঠে গড়ালো বাংলাদেশের ঘরোয়া লিগের সব থেকে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। উদ্বোধনী ম্যাচে সিলেট থান্ডারকে ৫ উইকেটে হারিয়ে আসরে শুভসূচনা করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬২ রান তুলেছিলো সিলেট। জবাবে ১ ওভার ও ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় চট্টগ্রাম।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে ৬৪ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চট্টগ্রাম। তবে ইমরুল কায়েস ও ওয়ালটনের ব্যাটে জয় ছিনিয়ে নেয় তারা।
সিলেটের ১৬২ রানের জবাবে ব্যাট করতে নামে চট্টগ্রামের আভিস্কা ফার্নান্দো ও জুনাইদ সিদ্দিকি। দলীয় ২০ রানেই ঘরে ফেরেন জুনাইদ। পরের বলে আশাহত করে ০ রানে প্যাভিলিয়নে ব্যাক করেন নাসির। সান্টোকির বলে জীবন মেন্ডিসের হাতে বলে তুলে দেন ৩৩ রান করা আভিস্কা। দাঁড়াতে পারেননি রায়ান বার্ল ও সিলেটের অধিনায়ক মোসাদ্দেকের বলে এলবি হয়ে ফেরেন তিনি। করেন ৩ রান।
এরপরই ইমরুল কায়েস ও ওয়ালটনে ব্যাটে ঘুরে দাঁড়ায় চট্টগ্রাম। ইমরুল কায়েসের ৬১ ও ওয়ালটনের ৪৯ রানের উপর ভর করে ৬ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় চট্টগ্রাম।
আজকের বাজার/আরিফ