নিজেদের সকল পণ্য ও সেবা নিয়ে সম্প্রতি তেজগাঁয়ে রানার মটরস লিমিটেড উদ্বোধন করলো "রানার ডিসপ্লে সেন্টার"। এটি বাংলাদেশে রানার মটরস এর সর্ববৃহৎ ডিসপ্লে সেন্টার। রানার গ্রুপ এর ভাইস চেয়ারম্যান, মোঃ মোজাম্মেল হোসেন; এমডি ও সিইও রিয়াজুল হক চৌধুরী ও উর্ধতন কর্মকর্তাগণের উপস্থিতিতে ডিসপ্লে সেন্টারটি উদ্বোধন করা হয়। রানার মটরস এর গ্রাহকগণ এখন থেকে একই ছাদের নিচে সকল পণ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।
এই সম্পর্কে কোম্পানির ভাইস চেয়ারম্যান, মোঃ মোজাম্মেল হোসেন বলেন, "গ্রাহক সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য, সে লক্ষেই আমরা এই নতুন ডিসপ্লে সেন্টারটি উদ্বোধন করেছি যা আমাদের গ্রাহকদের রানার এর পণ্য সম্পর্কে ধারণা লাভ করতে সহায়তা করে"।
উল্লেখ্য, রানার মটরস লিমিটেড বাংলাদেশে ভারতের ভলভো আইশার কমার্শিয়াল ভেহিকেল এর একমাত্র অনুমোদিত পরিবেশক ।