ইরানের পারমাণবিক বিষয়ে প্রধান, সোমবার ঘোষণা করেছেন যে সে দেশে কয়েক ডজন উন্নত মানের সেন্ট্রিফিউজ ব্যবহার করা হচ্ছে। ২০১৫ সালে ইরান কয়েকটি বিশ্ব শক্তির সঙ্গে যে চুক্তি সাক্ষর করেছিল, তা তার পরিপন্থী।
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন যে ইরান IR-6 সেন্ট্রিফিউজ ব্যবহার করছে। IR-1 সেন্ট্রিফিউজের তুলনায় IR-6 সেন্ট্রিফিউজ, আরও দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে সক্ষম। পারমাণবিক চুক্তির অধীনে ইরান IR-1 সেন্ট্রিফিউজ ব্যবহার করতে পারে।
সালেহি বলেন আরও উন্নতমানের ও দ্রুতগতির অত্যাধুনিক সেন্ট্রিফিউজ নির্মানের কাজ করা হচ্ছে।
আজকের বাজার/লুৎফর রহমান