জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নাটোরে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় গুরুদাসপুর উপজেলার চন্দ্রকোলা উচ্চ বিদ্যালয়ে এসডিজি ও ভিশন-২০৪১ মোতাবেক উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে জনসম্পৃক্ততা বৃদ্ধিতে জেলা তথ্য অফিস এই সমাবেশ আয়োজন করে।
জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম। বিভিন্ন পেশার দেড়শ’ নারী সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জন করে ২০৪১ সালে আমরা পৌঁছে যাবো উন্নত দেশের কাংখিত গন্তব্যে। উন্নয়নের এই ধারায় নারীসহ সব শ্রেণী-পেশার মানুষের জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। (বাসস)