ছাত্রলীগের হাতুড়িপেটা ও লাঠির আঘাতে গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলামকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ঢাকায় আনা হচ্ছে। তরিকুলের চিকিৎসক সাঈদ আহমেদের পরামর্শে তাকে ঢাকা আনা হচ্ছে।
রোববার (৮ জুলাই) সকালে তরিকুলকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
তরিকুলের সহপাঠিরা গণমাধ্যমকেএ তথ্য জানায়।
রাজশাহী শহরের বেসরকারি রয়্যাল হাসপাতালের চিকিৎসক সাঈদ আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘তরিকুলের পায়ের হাড়ের অ্যালাইনমেন্ট ঠিক নেই। এলোমেলো আছে। অস্ত্রোপচার হচ্ছে শেষ অপশন।’
সাঈদ আহমেদ বলেন, তরিকুলের মাথায় ও কোমরে আঘাত আছে। এক্স-রেতে সেটা পরিষ্কার আসছে না। তাই সিটিস্ক্যান ও এমআরআই করতে বলা হয়েছে। রোগীর লোকজন ভালো চিকিৎসা চাচ্ছেন, সে জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
কৃষকের সন্তান তরিকুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্র। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের কর্মীরা হামলা করেন। তারা হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে তরিকুলকে গুরুতর আহত করেন।
আরএম/