উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ওমর সানী

হৃদরোগে আক্রান্ত নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামি বৃহস্পতিবার তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন। সানীর ছেলে ফারদিন এহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারদিন জানান, বাবা এখন সুস্থ আছেন। বাসায় বিশ্রাম নিচ্ছেন। বাবার পুরো স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আমরা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামি বৃহস্পতিবার অথবা শুক্রবার সিঙ্গাপুরের উদ্দেশে আমরা রওনা দেব।

উল্লেখ, এর আগে গত সোমবার সকালে অসুস্থ হয়ে পড়লে চেকআপের জন্য হাসপাতালে যান তিনি। স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক জানান তার হৃৎপিণ্ডে ৩টি ব্লক আছে। এর পরই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হাসপাতালে তিনি প্রফেসর শাহাবুদ্দীন তালুকদারের তত্ত্বাবধানে ছিলেন।

আজকেরবাজার/এসকে