ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণে অতীতমুখী শিল্প-কারখানার পরিবর্তে চতুর্থ শিল্পযুগ উপযোগী শিল্প-কারখানা প্রতিষ্ঠা করা অপরিহার্য। এ লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি, বিগডাটা বা রোবটিক্স খাতের প্রসার ঘটাতে হবে।
বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে শনিবার রাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ডিজিটাল রূপান্তর শীর্ষক ওয়েবিনারে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশ তার সমস্ত সম্পদ নিয়ে কাজ করছে।
‘বাংলাদেশ বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় একটি দেশ। তার বড় শক্তি হচ্ছে মানুষ। আমাদের জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে পারলে পৃথিবীর কোনো দেশ আমাদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না,’ বলেন মন্ত্রী।
মোস্তাফা জব্বার বলেন, ‘বিশ্বের অর্থনীতিবিদদের বিশ্লেষণে করোনাকালেও বাংলাদেশের অর্থনৈতিক অর্জন প্রতিবেশী দেশের তুলনায় অভাবনীয়।’
বাংলাদেশ বিনিয়োগের উর্বর জায়গা উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বের দ্বারপ্রান্তে। বঙ্গবন্ধুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে শিল্পবান্ধব আর কাউকে পাওয়া যাবে না বলে তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন।
প্রবাসীদের প্রতি দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশকে নিজের কর্মক্ষেত্র বিবেচনা করতে হবে।’
অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এসএমই খাত শক্তিশালী করতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এ খাতের বিকাশে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, ‘করোনার ক্ষতি কাটিয়ে উঠতে সরকার এ খাতের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে।’
বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মাসুদ খানের সভাপতিত্বে ওয়েবিনারে আরও বক্তব্য দেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম, বেসিক সভাপতি সৈয়দ আলমাস কবির, বেটার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাজ্জাদ রশিদ প্রমুখ।