উন্নত বাজারের খোঁজে গবেষণার প্রতি জোর দিয়েছে এনভয় টেক্সটাইল মিলস লিমিটেড। বৃহস্পতিবার কোম্পানির ২২তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ । এর ধারাবাহিকতায় কোম্পানির পক্ষ থেকে একটি দল তুরস্কে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সেই সঙ্গে অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ শুধুমাত্র আরএমজির জন্য সুপরিশর ল্যাবরেটরি বিল্ডিং তৈরী করার কথাও উল্লেখ করেন কোম্পানির চেয়ারম্যান।
এসময় উপস্থিত ছিলেন এনভয় টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক সালাম মুর্শেদিসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
সালাম মুর্শেদি বলেন,আর্ন্তজাতিক বাজারের গবেষণায় দেখা গেছে এদেশের পণ্যের দাম বাড়েনি। তাই আমরা কাঁচামাল বেশি দামে কিনেও লাভ করতে পারিনি।
বিনিয়োগকারীদের প্রতি তিনি আরও বলেন, আমরা গত বছর যে সিলিং মেশিন চালু করেছিলাম, তা মাত্র ৪ মাস ব্যবহার করতে পেরেছি। এই অর্থবছরে পুরোপুরি ব্যবহার করা যাবে। এতে আমাদের উৎপাদন ক্ষমতা বাড়বে। একই সঙ্গে কোম্পানির আয়ও বাড়বে।
আজকের বাজার:এসএস/১৪ডিসেম্বর ২০১৭