বাংলাদেশের শ্রম পরিবেশের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
মঙ্গলবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকের সময় এ আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত আইএলও’র কান্ট্রি ডিরেক্টর তোমো পতিয়াইনেন। বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
আনিসুল হক বলেন, আমাদের ওপর যে দায়িত্ব রয়েছে সেগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য যদি কোনো টেকনিক্যাল অ্যাসিসটেন্স এবং আরো সহযোগিতা লাগে আইএলও সেটা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে।
সুনির্দিষ্ট কোনো সহযোগিতা চেয়েছেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো সহযোগিতার প্রয়োজন এখনো হয়নি। তবে সব ব্যাপারে তাদের সহযোগিতা প্রয়োজন।
মন্ত্রী বলেন, যে স্ট্যান্ডার্ড এচিভ করতে চাচ্ছি, সেটাকে সফল করতে আইএলও’র সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। সে বিষয় নিয়েও আলোচনা করেছি। এ সংগঠনের সঙ্গে আমাদের সুসম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।
আইএলও শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা করবে এবং আরো বিষদভাবে এসব সহযোগিতার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানান আইনমন্ত্রী।
আজকের বাজার/এমএইচ