উন্নয়নশীল দেশে উত্তরণে ঐতিহাসিক সাফল্য উদযাপন

বর্ণিল আয়োজন ও আনন্দ শোভাযাত্রার মাধ্যমে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সফলতা উদযাপন করবে বাংলাদেশ।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানটির সমন্বয় করবে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।

আনুষ্ঠানিক উদযাপনের প্রথম ধাপেই প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে।তাছাড়া বিকেলে সব মন্ত্রণালয়, বিভাগ এবং গুরুত্বপূর্ণ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা রাজধানীজুড়ে সুসজ্জিত বাদক দলের সঙ্গে বর্ণিল শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন।

নগরের ৯টি নির্ধারিত পয়েন্ট থেকে এসব শোভাযাত্রায় তারকা খেলায়াড়, অভিনেতাসহ সাধারণ জনগণের এসব শোভাযাত্রা বিকেলে চারটায় মিলিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

আগামীকাল শুক্রবারও রাজধানীতে বিভিন্ন সেমিনার, মতবিনিময় এবং ওয়াটার ফাউন্টেন শো’র মাধ্যমে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন করা হবে বলে জানা গেছে।

আজকের বাজার/আরজেড