দেশের নানাবিধ উন্নয়ন কাজে সম্পৃক্ত থাকার জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের কঠিন ও গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করতে তাদের আহবান জানানো হয় বলেও উল্লেখ করেছেন তিনি।
সোমবার ১৮ ডিসেম্বর মিরপুর ক্যান্টনমেন্টের ডিফেন্স সার্ভিস কম্যান্ডের শেখ হাসিনা কমপ্লেক্সে জাতীয় ডিফেন্স কলেজ ও সশস্ত্র বাহিনীর যুদ্ধ কৌশল বিষয়ক স্নাতকোত্তর সংবর্ধনা ২০১৭ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সবাই মিলে দেশের উন্নয়নে অবদান রাখছে উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই আমরা অনেক বড় বড় কাজ খুব দ্রুত করে ফেলতে পারছি, এটা আমাদের দেশ; আর আমাদেরই তা গড়ে নিতে হবে। বিমান বাহিনী যদি কোনো কারণে একটি কাজ করতে না পারে তাহলে নৌবাহিনী সে কাজের দায়িত্ব নেয়।
এসময় মিশন ২০৩০ এর আলোকে সশস্ত্র বাহিনীকে বহুমুখী চ্যালেঞ্জ প্রতিরোধের উপযোগী ও ২১ শতকের অন্যতম আধুনিক বাহিনীতে রূপান্তরিত করার অঙ্গীকার ব্যক্ত করেন বলে ইউএনবি সূত্রে জানা গেছে।
এই যুদ্ধ কৌশল বিষয়ক প্রশিক্ষণ ২০১৭ অনুষ্ঠানে মোট ৫৩ জন অংশ সশস্ত্র বাহিনীর সদস্য অংশ গ্রহণ করেন। যাদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ২৯ জন ব্রিগেডিয়ার জেনারেল, বাংলাদেশ নৌবাহিনীর ৫ জন কমোডোর, বাংলাদেশ বিমান বাহিনীর ৩টি গ্রুপের ক্যাপ্টেন ও ২ জন কমোডোর, জন প্রশাসনের ১১ জন যুগ্ম সচিব, বাংলাদেশ পুলিশের ১ জন ডিআইজি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১ জন মহাপরিচালক।
এছাড়াও দেশের বাইরের ২৭ জন এতে অংশ নিয়েছেন। এদের মধ্যে ভারতের ৩ জন, শ্রীলঙ্কার ৩ জন, নাইজেরিয়ার ১০ জন, সৌদি আরবের ২ জন ও মিসর, ইন্দোনশিয়া, নেপাল, মালয়েশিয়া, নাইজার, ওমান,পাকিস্তান, তানজানিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের ১ জন করে অংশ নিয়েছেন।
আজকের বাজার: এলকে/ ১৮ ডিসেম্বর ২০১৭