উন্নয়ন প্রকল্পগুলোর মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শনিবার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
তিনি কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কসহ বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে বলেন, ‘যদি উন্নয়ন কাজে কোনো অবহেলা পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তি অবশ্যই দায়ী থাকবেন।’
রাষ্ট্রপতি হামিদ নির্মাণাধীন সড়কগুলোর কাজ আগামী বছরের মার্চের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের জানিয়েছেন।
এ সড়ক তিন উপজেলারকে সংযুক্ত করে ঢাকাসহ দেশের অন্যান্য অংশের সাথে সড়ক যোগাযোগকে সহজ করে তুলবে।
রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন যে এ সড়ক হাওরের মানুষের জন্য সুফল বয়ে আনবে এবং অর্থনীতির নতুন দুয়ার খুলে দিয়ে তাদের স্বপ্নকে সত্যি করবে।
প্রকল্পটির বিষয়ে জানাশোনা থাকা একটি সূত্র জানিয়েছে, কাজ ৭৮.১ শতাংশ শেষ হয়েছে।
এর আগে রাষ্ট্রপতিকে প্রস্তাবিত মিঠামইন সেনানিবাস সম্পর্কে অবহিত করা হয়।
রাষ্ট্রপতি সপ্তাহব্যাপী সফরে ৯ অক্টোবর নিজের জেলা কিশোরগঞ্জ পৌঁছান। সফরে তার সাথে রয়েছেন ছেলে স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক এবং সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ