বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০১৯ সালের এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের তথ্য গণসংযোগ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মহা. শফিকুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার বাউবি’র এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ১ লাখ ৪৮ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে চূড়ান্ত পরীক্ষায় মোট ৭০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। আর চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ৩৪ হাজার ২৫১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাসের হার ৪৮.৩৭ শতাংশ।
পরীক্ষার্থীরা বাউবি’র ওয়েবসবাইট ছাড়াও মোবাইলের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। এ জন্য bou<space>student ID লিখে বাংলালিংক থেকে ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
আজকের বাজার/এমএইচ