নতুন চমক নিয়ে হাজির শাওমি। ১০০ মেগা পিক্সেল ক্যামেরা ও দারুন ডিজাইনের এই ফোন এরই মধ্যে ইন্টারনেট দুনিয়ায় সাড়া ফেলেছে। এর মধ্যে উন্মোচন হয়েছে এর কিছু ছবি ও ফিচার। আজকের বাজারের পাঠকদের জন্য সেই ছবি থেকে কয়েকটি ছবি তুলে ধরার চেস্টা করা হলো।
Xiaomi Mi Mix Alpha photo
উল্লেখ এই ফোনের ২ পাশেই রয়েছে ডিস্প্লে। তবে সেলফি ক্যামেরা নেই। যেহেতু পিছনেও রয়েছে ডিস্প্লে তাই রেয়ার ক্যামেরাই কাজ করবে সেলফি ক্যামেরা হিসেবে।