উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার ঘোষিত ওই তফসিল অনুযায়ী নির্ধারিত উপজেলাগুলোতে ১৮ জুন ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
তফসিল অনুযায়ী, ওই নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২১ মে, যাচাই-বাছাই ২৩ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ মে।
আজকের বাজার/এমএইচ