উপজেলা নির্বাচনে বিদ্রোহ করা আওয়ামী লীগের দেড় শতাধিক প্রার্থী ও মদদদাতাকে শোকজ করা হবে বলে শনিবার জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এ তথ্য জানান।
তিনি বলেন, শোকজ করা নেতাদের তালিকায় কেন্দ্রীয় থেকে স্থানীয় পর্যায়ের নেতারা থাকবেন এবং দলীয় শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কারও প্রতি শৈথিল্য দেখানো হবে না।
বিএনপির সাম্প্রতিক সমালোচনার জাবাবে কাদের বলেন, বালিশ বা পর্দা নিয়ে কিছু দুর্নীতি হয়তো হয়েছে কিন্তু বিএনপি-জামাত সরকারের আমলের মতো আওয়ামী লীগ সরকারের সময়ে কোনো ‘হাওয়া ভবন’ হয়নি।
আজকের বাজার/এমএইচ