চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের জন্য নিজেদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী ৩১ মার্চ ১২২ উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুক্রবার তার সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নির্বাচন কমিশন চতুর্থ ধাপে ১৬ জেলার ১২২ উপজেলায় আগামী ৩১ মার্চ ভোটগ্রহণের জন্য গত ২০ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করে।
তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৪ মার্চ, তা বাছাই করা হবে ৬ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ।
চতুর্থ ধাপে পটুয়াখালীর ৭, ভোলার ৬, বরগুনার ৫, পিরোজপুরের ৭, যশোরের ৮, খুলনার ৯, বাগেরহাটের ৯, ময়মনসিংহের ১২, মুন্সিগঞ্জের ৬, নারায়ণগঞ্জের ৩, ঢাকার ৫, টাঙ্গাইলের ১২, কুমিল্লার ১৩, নোয়াখালীর ৭, ব্রাহ্মণবাড়িয়ার ৭ ও ফেনীর ৬ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে ইসি প্রথম তিন ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করে। যার আওতায় প্রথম ধাপে ১০ মার্চ ৮৭ উপজেলায়, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ ১২৯ উপজেলায় ও তৃতীয় ধাপে ২৪ মার্চ ১২৭ উপজেলায় ভোটগ্রহণ হবে।
আজকের বাজার/এমএইচ