উপযুক্ত সময়ে আল-শাবাবের সাথে আলোচনা করবে সোমালিয়া : প্রেসিডেন্ট

সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ বলেছেন, আল-শাবাবের সহিংস জঙ্গি তৎপরতা অবসানে আরও বেশি সামরিক পদক্ষেপ প্রয়োজন এবং তার সরকার কেবলমাত্র উপযুক্ত সময়ে এ জঙ্গি গ্রুপের সাথে আলোচনা করবে। খবর এএফপি’র।
তিনি বলেন, ইস্ট আফ্রিকায় ভয়াবহ বিভিন্ন হামলার জন্য দায়ী আল-কায়েদার মদদপুষ্ট এ জঙ্গি গ্রুপ সামরিক অভিযান ঠেকাতে ‘মানসিক চাপ সৃষ্টির কৌশল’ অবলম্বন করেছে। তাইকেবলমাত্র শক্তি প্রয়োগ করে তাদেরকে নির্মূল করা যাবে না।
এক দশকেরও বেশি সময় ধরে সোমালিয়ার ক্ষমতায় থাকা বিদেশি সমর্থনপুষ্ট সরকারকে উৎখাতের চেষ্টা চালিয়ে আসছে আল-শাবাব। এ জঙ্গি গ্রুপকে সামরিকভাবে পরাজিত করার চেষ্টা সত্ত্বেও তারা সরকার পতনের ক্ষেত্রে একটি শক্তিশালী হুমকি হিসেবে দাঁড়িয়েছে।
মোহাম্মদ বলেন, আল-শাবাবকে বশে আনতে আগের নেয়া অনেক পদক্ষেপ কাজে আসেনি। ফলে তার সরকার উপযুক্ত সময়ে আলোচনাসহ বিকল্প আরও পথ খোলা রেখেছে। তিনি ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর গত মে মাসে আবারো সোমালিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
এ সপ্তাহে তুরস্ক সফরকালে এক থিঙ্ক ট্যাঙ্ককে মোহাম্মদ বলেন, ‘আল-শাবাবের সাথে আলোচনা করার ক্ষেত্রে আমরা বর্তমানে সঠিক অবস্থানে নেই। আমরা উপযুক্ত সময়ে তাদের সাথে আলোচনা করবো।’