উপলক্ষ রাঙালেন মেসি গ্রুপ চ্যাম্পিয়ন বার্সা

মেসির মাইলস্টোন ম্যাচে দুরন্ত জয় বার্সেলোনার৷ ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের গ্রপ-এফ’এর ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে পরাজিত করে বার্সা৷ কাতালান ক্লাবের হয়ে এটি ছিল মেসির ৭০০তম ম্যাচ৷ এমন মাইলস্টোন ম্যাচে মাঠে নেমে মেসি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নতুন এক বিশ্বরেকর্ড গড়েন৷

মাইলস্টোন ম্যাচে মেসি নিজে গোল করেন৷ গোল করান দুই সতীর্থকে দিয়ে৷ ডর্টমুন্ডের জালে বল জড়ানোর সঙ্গে সঙ্গেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও রাউলের নজির টপকে চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ড গড়েন মেসি৷ এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে মোট ৩৪টি প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করলেন তিনি৷ টুর্নামেন্টের ইতিহাসে এখনও পর্যন্ত এটিই সব থেকে বেশি প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করার বিশ্বরেকর্ড৷ রোনাল্ডো ও রাউল ৩৩টি প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন৷

দ্বিতীয় ফুটবলার হিসাবে বার্সেলোনার হয়ে ৭০০ ম্যাচে মাঠে নামলেন মেসি৷ তাঁর আগে একমাত্র জাভি এমন কৃতিত্ব দেখাতে পেরেছেন৷ জাভি মোট ৭৬৭টি ম্যাচ খেলেছেন বার্সার হয়ে৷ সেই নিরিখে মেসি রয়েছেন দ্বিতীয় স্থানে৷ যদিও ক্লাবের হয়ে সব থেকে বেশি গোল করার রেকর্ড ইতিমধ্যেই নিজের দখলে রেখেছেন মেসি৷ এই নিরিখে তাঁর ধারে কাছে কেউ নেই৷ বরুশিয়ার বিরুদ্ধে গোলের পর বার্সার হয়ে মেসির অফিসিয়াল গোল সংখ্যা দাঁড়ায় ৬১৩৷ যদিও বেসরকারি গোলগুলি মিলিয়ে এই সংখ্যা দাঁড়ায় ৬৪৮৷

মেসির মঞ্চে নতুন নজির গড়েন সুয়ারেজও৷ তিনি এই নিয়ে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে মোট ২৩টি গোল করেলন৷ এক্ষেত্রে সুয়ারেজ টপকে গেলেন প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা রিভাল্ডোর ২২টি গোল করার রেকর্ড৷ সব মিনিয়ে বার্সেলোনার হয়ে সুয়ারেজের গোল সংখ্যা দাঁড়ায় ১৮৭৷ অর্থাৎ মেসি ও সুয়ারেজ ক্লাবের হয়ে মিলিতভাবে মোট ৮০০ গোল করে ফেললেন৷ বার্সেলোনা এই নিয়ে টানা ১৩ বছর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টারে পৌঁছল৷

আজকের বাজার/আরিফ