বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হকের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
নিয়োগ পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ না করা সহ নানা অনিয়মের অভিযোগে ২৪ জুলাই সোমবার সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের সব ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শফিউল আলম জানান, সকালে শিক্ষক ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছেন। তবে শিক্ষার্থীরা কেউ ভেতরে ঢোকেনি। মূল ফটকসহ সব ফটকেই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
আজকের বাজার: এলকে/এলকে ২৪ জুলাই ২০১৭