ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনে হামলা করা হয়েছে সরকারের মদদে। জনদৃষ্টি ভিন্নখাতে নিতেই এমনটা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, উপাচার্যের বাসভবনে হামলার সাথে ছাত্রলীগ জড়িত। আওয়ামী লিগের এক কেন্দ্রীয় নেতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এই হামলার ঘটনা ঘটে।
রিজভী বলেন, কোটা সংস্কার নিয়ে আওয়ামী লীগ নেতাদের বৈঠক লোক দেখানো।
এসময়, শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির এই নেতা। গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।
আরএম/