উপ-নির্বাচনে এমপি পদে আওয়ামী লীগের ৩২ জনের মনোনয়ন সংগ্রহ

পাঁচ শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ চলছে। আসনগুলো হলো ঢাকা-১০, বগুড়া-১ বাগেরহাট-৪, যশোর-৬ এবং গাইবান্ধা-৩। সংসদ সদস্য পদে আজ মঙ্গলবার পর্যন্ত মোট ৩২ জন ফরম সংগ্রহ করেছেন।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় আবেদনপত্র সংগ্রহ এবং জমা নেয়া হচ্ছে। মনোনয়ন বিতরণ ও জমা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। উপ-নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয় গত শনিবার। আর গতকাল সোমবার থেকে শুরু হয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফরম বিতরণ। মেয়র পদে আজ পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ ৭ জন এবং কাউন্সিলর পদে ২৩৪ জন ফরম সংগ্রহ করেছেন। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান