বিশ্বের অন্যতম অন-ডিম্যান্ড রাইড শেয়ারিং কোম্পানি উবার ঢাকায় চালু করলো নতুন সেবা- উবারহায়ার। এর মাধ্যমে উবার ব্যবহারকারীরা দীর্ঘ সময়ের জন্য গাড়ি ভাড়া করতে পারবেন।
এ সেবার মাধ্যমে ঘন ঘন বিরতি নিয়ে ভ্রমণ, সারা দিনের মিটিং বা কেনাকাটা বা ব্যবসার কারণে ভ্রমণ অথবা শহর ঘুরে দেখার জন্য সারা দিন গাড়ি ব্যবহার করতে পারবে উবার ব্যবহারকারীরা।
উবারের এই নতুন সেবায় দুই ঘণ্টার জন্য ২৫ কিলোমিটারের মধ্যে ভ্রমণে ভাড়া পড়বে সর্বনিম্ন ৮৫০ টাকা। আর চার ঘণ্টায় ৪০ কিলোমিটার ভ্রমণে লাগবে ১,৫০০ টাকা।
দুই ক্ষেত্রেই অতিরিক্ত প্রতি কিলোমিটারে ২২টাকা ও প্রতি মিনিটের জন্য চার টাকা বাড়তি ভাড়া প্রযোজ্য হবে। ভ্রমণ শেষে সময় ও দূরত্ব হিসাব করে ভাড়া মিটাতে হবে গ্রাহককে।