তুরস্কে রাইড শেয়ারিং কোম্পানি উবারের বিরুদ্ধে খেপেছেন সাধারণ ট্যাক্সি চালকরা।দেশটির বিভিন্ন স্থানে উবার চালকদের ওপর শারীরিক হামলার ঘটনাও ঘটছে।
সিনহুয়ার খবরে বলা হচ্ছে, ট্যাক্সিচালকদের অভিযোগ, উবারের কারণে তারা তাদের গ্রাহক হারাচ্ছেন। স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিচালিত উবার সেবাটি ইস্তাম্বুলে ২০১৪ সালে চালু হয়। দেড় কোটি জনসংখ্যা অধ্যুষিত ইস্তাম্বুলে বর্তমানে উবারের পাঁচ হাজারের মতো চালক রয়েছে।
প্রথম দিকে তেমন বড় কোনো সমস্যা না হলেও, সম্প্রতি বেশ কয়েকজন উবার চালক শারীরিক হামলার শিকার হয়েছেন। এমনকি যাত্রী গাড়িতে থাকার সময়েও ট্যাক্সি চালকদের হামলার শিকার হয়েছেন কিছু উবার চালক।
আজকের বাজার/আজেড