উবারে নারী যাত্রীর সামনেই চালকের ‘অশ্লীলতা’

ভারতে নারী যাত্রীর সামনেই ‘হস্তমৈথুন’ করার অভিযোগ উঠেছে এক উবার চালকের বিরুদ্ধে। জি নিউজ এক প্রতিবেদনে জানায়, গতকাল শুক্রবার সকালে মুম্বাই শহরের আন্ধেরি ইস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

সর্বশেষ পাওয়া তথ্য মতে, এ ঘটনায় সন্দেভাজন চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ছাড়া ওই চালককে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে উবার কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় গাড়িতে বসে ছিলেন ওই নারী। পথে গাড়িটি ট্রাফিক সিগন্যালে থেমে যায়। এ সময় হঠাৎ করেই চালক ‘হস্তমৈথুন’ শুরু করেন।

যাত্রী বলেন, তাকে মিটারটি বন্ধ করতে বলেই গাড়ি থেকে নেমে পড়ি। এ সময় সেও গাড়ি থেকে নেমে আসে এবং আমার কী হয়েছে জানতে চায়। জবাবে আমি জানাই, আপনি কি বুঝতে পারছেন না কী হয়েছে? নাকি চাচ্ছেন, আমি জোরে চিৎকার করে বিষয়টি সবাইকে জানাই?

ঘটনার বর্ণনা এভাবেই নিজের ফেসবুকের একটি পোস্টে তুলে ধরেন ওই নারী যাত্রী। অভিযুক্ত চালককে দ্বিগুণ ভাড়া দিয়ে কোনোমতে গাড়ি থেকে নেমে পড়েন তিনি। একই দিন আন্ধেরির এক থানায় গিয়ে ওই নারী অভিযোগ দায়ের করেন।

উবার মুখপাত্র জানান, চালকের পূর্বের রেকর্ড ভালো। তার বিরুদ্ধে এ ধরনের অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ ছিলো না।

এস/