চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএলের এ আসরের নাম ‘বঙ্গবন্ধু বিপিএল ১০১৯’। শনিবার (১৬ নভেম্বর) বিপিএলের এ বিশেষ আসরের লোগো উন্মোচন করা হয়েছে।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের লোগো। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে এ লোগো উন্মোচন অনুষ্ঠান।
লোগো উন্মোচন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়াও অনুষ্ঠানে বিসিবির অন্য কর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। তবে এ ব্যাপারে বিপিএল কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
আজকের বাজার/আরিফ