উরুগুয়ের নবনির্বাচিত প্রেসিডেন্টের কমান্ড হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওতে পার্লামেন্ট ভবনে আজ (স্থানীয় সময় দুপুরে) অনুষ্ঠিত প্রেসিডেন্টের কমান্ড হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বঙ্গভবনের মুখপাত্র জানান, রাষ্ট্রপতি মন্টিভিডিওতে অনুষ্ঠিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেন। ২০২০-২০২৫ মেয়াদের জন্য ন্যাশনাল পার্টির (এনপি) নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইস আলবার্তো লাকাল পু রোববার দুপুরে শপথ গ্রহণ করেন।

পেশায় রাজনীতিক ও সাবেক প্রেসিডেন্টের পুত্র লুইস আলবার্তো লাকাল পু বামপন্থী ব্রড ফ্রন্টের (এফএ) ১৫ বছরের শাসনের অবসান ঘাটিয়ে উরুগুয়ের প্রশাসনের প্রধান হিসেবে শপথ নিলেন। বাংলাদেশ-সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং প্রতিনিধিরা শপথ অনুষ্ঠানে যোগদান করেছেন।

রাষ্ট্রপতি হামিদ ১১ দিনের সফরে গত বুধবার সকালে লন্ডন এবং উরুগুয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। উরুগুয়ে থেকে ফিরে আগামী ৫-৬ মার্চ লন্ডনে রাষ্ট্রপতি হামিদের কিছু ব্যক্তিগত কর্মসূচিতে যোগদান করার কথা রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন। রাষ্ট্রপতি আগামী ৭ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান