উরুগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে লুইস লাকাজে ৩০ হাজার ভোটে এগিয়ে

গত রবিবার উরুগুয়েতে যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তার ফলাফলের জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে দেশের নাগরিকদের। এমন তথ্য জানিয়েছেন উরুগুয়ের নির্বাচনী আদালত।

দেশের নির্বাচনী আদালতের প্রধান হোজে অ্যারোসিনা বলেছেন উরুগুয়েতে এর আগে কখনও এত জোর প্রতিদ্বন্দ্বিতা হয়নি।

তিনি আরো বলেন, ভোট গণনা প্রায় শেষ, রক্ষণশীল জাতীয় পার্টির ছেচল্লিশ বছর বয়স্ক লুইস লাকাজে পাউ ক্ষমতাসীন বামপন্থী ব্রড ফ্রন্টের বাষট্টি বছর বয়স্ক ড্যানিয়েল মার্টিনেজ এরচাইতে ৩০ হাজার বেশী ভোট পেয়েছেন।

আজকের বাজার/লুৎফর রহমান