টানা দুই ম্যাচে পরাজয়ের ধারা থেকে বেরিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সেন্ট লুইসে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারা ১-১ গোলে ড্র করেছে উরুগুয়ের সঙ্গে। ম্যাচের দ্বিতীয়ার্ধে স্বাগতিক যুক্তরাষ্ট্রের হয়ে সমতাসূচক গোলটি করেছেন জর্ডান মরিস।
গত শুক্রবার নিউ জার্সিতে মেক্সিকোর কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে যাওয়ার পর পরাজয়ের ধারা থেকে বেরিয়ে আসার জন্য মরিয়া হয়ে উঠেছিল গ্রেগ বাহাল্টারের দল। তবে খর্ব শক্তির উরুগুয়ে বিপক্ষে বুশ স্টেডিয়ামের আর্দ্র কন্ডিশনেও প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি মার্কিনীরা।
তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানির অনুপস্থিতি সত্ত্বেও প্রথমার্ধে সফরকারীদের আক্রমণ প্রতিহত করতেই হিমশিম খেতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যেতে পারতো দক্ষিন আমেরিকার দলটি। মেক্সিকো ভিত্তিক স্ট্রাইকার জোনাথন রড্রিগেজ বক্সের মধ্যে বল পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন।
দশম মিনিটের সময় যুক্তরাষ্ট্রের হয়ে একই রকম সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন ক্রিস্টিয়ান রোলডান। তাঁর নেয়া হেডের বলটি দারুনভাবে প্রতিহত করেন উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা।
বিরতির ঠিক আগমুহুর্তে স্বাগতিক দলের হয়ে গোলের সেরা সুযোগটি হাতছাড়া করেছেন টেইলর বয়েড। মার্টিন সিজার বক্সের মধ্যে নির্ভুল পাস দিলেও সেটি কাজে লাগাতে পারেননি বয়েড।
বিরতির পর খেলা শুরুর ৫ মিনিটের মধ্যেই অবশ্য গোল করে এগিয়ে যায় উরুগুয়ে। ৫০ মিনিটের সময় একটি প্রতিআক্রমনে লস এ্যাঞ্জেলস এফসি তারকা ব্রায়ান রড্রিগুয়েজ বক্সের মধ্যেই অ্যারন লংয়ের কাছ থেকে বল পেয়ে জালে জড়িয়ে দেন (০-১)।
তবে ৭৯ মিনিটের সময় সমতাসুচক গোলটির দেখা পান মরিস। নিক লিমাসের ক্রসের বল নিয়ন্ত্রনে নিয়ে বুকে ঠেকিয়ে দ্বিতীয় বার দিয়ে জালে জড়িয়ে দেন (১-১)।
আজকের বাজার/লুৎফর রহমান