উর্ধমূখী প্রবনতায় লেনদেন শুরু

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের উর্ধমূখী প্রবনতায় লেনদেন শুরু হয়েছে দেশের উভয় পুঁজিবাজারে। লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে।

লেনদেনের ৩০ মিনিট পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হয়েছে ৩০ কোটি ৬৩ লাখ টাকার কিছুটা বেশি। প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৪০৪ পয়েন্টে। এসময় লেনদেন হওয়া ২৬৩টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৮৫ টির, বেড়েছে ১২০ টির, আর অপরিবর্তিত রয়েছে ৫৮ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০ মিনিটে লেনদেন ছাড়িয়েছে ৫৩ লাখ ৫২ হাজার টাকা। এখন পর্যন্ত সিএসইর সার্বিক মূল্যসূচক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৫৭৯ পয়েন্টে। লেনদেন হওয়া ৪২ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ২৪ টির দর বাড়ে ৪২ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৭ টির দর।

 

 

আজকের বাজার/মিথিলা