সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের সূচকের উত্থানে লেনদেন চলছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। দিনের শুর থেকে এখন পর্যন্ত লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর বেড়ে লেনদেন হচ্ছে।আর লেনদেনের ৪৫ মিনিট পর ডিএসইতে মোট লেনদেনের পরিমান ছাড়িয়ে গেছে ৯৬ কোটি ৫৫ লাখ টাকা।
এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৪৩২ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩২৬টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৫ টির দর কমেছে ৭৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৭ টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৫ মিনিটে লেনদেন ছাড়িয়েছে ২ কোটি ৯০ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬০৮ পয়েন্টে। লেনদেন হওয়া ১৪৫ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৫৪ টির দর বাড়ে ৫৫ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩৩ টির দর।
আজকের বাজার/মিথিলা