সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার সূচকের উত্থানে লেনদেন শুরু হয় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সারাদিন জুড়েই সূচকের উত্থানে লেনদেন চলে। গতদিনের চেয়ে বেড়েছে মোট লেনদেনের পরিমান। দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি টাকা ৩৬ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ২২৭ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫২ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২ টির দর কমেছে ১৫২ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮ টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ১৭ কোটি ১০ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৮ পয়েন্টে। লেনদেন হওয়া ২৬৯ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১০৯ টির দর বাড়ে ১২১ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩৯ টির দর।
আজকের বাজার/মিথিলা