উর্ধমূখী লেনদেনে সপ্তাহ শুরু

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের উত্থানে লেনদেন শুরু হয় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সারাদিন সূচকে লেনদেন হয়েছে আজ উভয় স্টক এক্সচেঞ্জে। তবে দিনশেষে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর হারিয়েছে। আজ মোট লেনদেন হয়েছে ৪০৬ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১ পয়েন্ট বেশি অবস্থান করে ৫ হাজার ১৩৩ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫১ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১ টির দর কমেছে ২১৪ টির আর অপরিবর্তিত রয়েছে ২৬ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ২০ কোটি ৯৫ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭১৬ পয়েন্টে। লেনদেন হওয়া ২৭১ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৫১ টির দর বাড়ে ৯২ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২৮ টির দর।

 

আজকের বাজার/মিথিলা