সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ৬ফেব্রুয়ারি ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৯ পয়েন্ট। এদিকে আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে ৩২২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ১১৭ কোটি ৫৮ লাখ টাকা কম। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ৪২ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৭৬টির, কমেছে ৩৮টির। আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর।
প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৪৯ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৭ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩৯৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার দর।
আজকের বাজার:এসএস/৬ফেব্রুয়ারি ২০১৮