নেপালে চলমান ত্রয়োদশ এসএ গেমস থেকে আজ বাংলাদেশের জন্য উশু থেকে রৌপ্য পদক জয় করলেন মর্জিনা আক্তার। লাগানখেল ফিজিক্যাল ফিটনেস সেন্টারে মহিলাদের অল রাউন্ড বিভাগে ১৬.৩০ পয়েন্ট নিয়ে রৌপ্য পদক জয় করেন তিনি।
এই ইভেন্টের ফাইনালে নেপালের নিমা ঘার্তিও মাগারের কাছে হেরে গেছেন মর্জিনা। ১৮.৯১ পয়েন্ট নিয়ে স্বর্ন পদক জয় করেন স্বাগতিক মাগার। ১৭.৭৪ পয়েন্ট নিয়ে এই ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জয় করেছেন শ্রীলংকার সানজু কুমারি।
মহিলাদের তাইজিজিয়ান অল রাউন্ড ইভেন্টে ১৬.৬৫ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জয় করেছেন বাংলাদেশের দিপ্তি দাস। এই ইভেন্টে ১৮.৬৬ পয়েন্ট নিয়ে শ্রীলংকার গুনাসেকারা স্বর্ণ ও ১৮.৪৪ পয়েন্ট নিয়ে রৌপ্য পদক জয় করেছেন নেপালের মিনা গলান।
পুরুষদের গানশু অল রাউন্ড ইভেন্টে বাংলাদেশের রাসেল হোসেন ব্রোঞ্জ পদক জিতেছেন ১৮.৬৮ পয়েন্ট নিয়ে। এতে ভারতের সুরাজ সিং স্বর্ন ও নেপালের মিশাও বুদ্ধা মাগার রৌপ্য পদক জিতে নিয়েছেন।তথ্য বাসস।
আজকের বাজার/লুৎফর রহমান