নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উস্কানিমূলক মিথ্যা তথ্য অপপ্রচারের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দুই শিক্ষার্থীর তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৫ আগস্ট) ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষার্থী নাজমুস সাকিব (২৪) ও কামরাঙ্গীরচরের জামিয়া নুরানিয়া মাদ্রাসার শিক্ষার্থী আহমাদ হোসাইন (১৯)। তাদের আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে পল্টন থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়।
আজকের বাজার/এমএইচ