উসমানিয়া গ্লাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উসমানিয়া গ্লাস শিট লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর,২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ  সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১৪ পয়সা।

এদিকে শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে  ১৫ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ১ টাকা ৬৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৭ টাকা  ৪৩ পয়সা।

আজকের বাজার:এসএস/২২জানুয়ারি ২০১৮