উস্কানি নয় শান্তিপূর্ণ আন্দোলন চালাতে খালেদার নির্দেশ

কারো উস্কানিতে কান না দিয়ে শান্তিপূর্নভাবে আন্দোলন চালিয়ে যেতে বলেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বুধবার বিকেলে কারাগারে সাক্ষাৎকালে দলের সিনিয়র নেতাদের এ নির্দেশ দেন তিনি। সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নেত্রীকে কারারুদ্ধ করে রেখে সরকার যে অন্যায় আচরণ করেছে দেশের জনগণ সময় হলে তার সমুচিত জবাব দেবেন।

এদিকে বেগম জিয়ার সঙ্গে দেখা করতে দুপুর পৌণে তিনটায় বিএনপির ৮ জন সিনিয়র নেতা কারাফটকে পৌছান। তিনটার দিকে তারা সাক্ষাতের জন্য ভেতরে ঢুকেন।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার জমির উদ্দিন এবং চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

এমআর/