উস্কানীতে কান না দেয়ার আহ্বান ফখরুলের

ফাইল ছবি
সরকারের উস্কানীতে কান না দিয়ে এবং কোন মোহে প্রলুব্ধ না হয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীতে দলটির  গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

দলীয় প্রধান খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদ ও মুক্তির দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপির এই গণস্বাক্ষর অভিযান।

মখরুল বলেন, খালেদা জিয়াকে মুক্ত করা পর্যন্ত এই আন্দোলনকে সুশৃঙ্খল রাখতে হবে। অনেকেই অনেক ধরনের কথা বলবে, তবে আমাদের কোন মোহে প্রলুব্ধ হলে চলবেনা। গণআন্দোলনের মধ্য দিয়েই আমরা দেশনেত্রীকে মুক্ত করেবো।

এ সময় তিনি বিএনপি ও খালেদা জিয়াকে ছাড়া কোন নির্বাচন হবে না বলেও হুশিয়ারি দেন।

জিয়া অরাফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর এটি বিএনপির তৃতীয় দফা কর্মসূচি। এর আগে, গত বৃহস্পতিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে কারাবন্দি করা সরকারের নীল-নকশার অংশ উল্লেখ করে, তাঁর মুক্তির দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেন।

আজকের বাজার: আরজেড/আরএম/১৭ ফেব্রুয়ারি ২০১৮