আগামী কয়েক সপ্তাহে চীনের উহানে অন্তত পাঁচ লাখ লোক করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা এ তথ্য জানিয়েছেন।
গবেষকরা উহানের ভাইরাস সংক্রমণের হার নির্ধারণে একটি গাণিতিক মডেল দাঁড় করিয়েছেন। মডেল অনুযায়ী, ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে শেষ নাগাদ ভাইরাস আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ হতে পারে। মানবদেহে ভাইরাসটির কার্যক্ষম হতে প্রায় পাঁচ দিন লাগে। সেই হিসেবে সংক্রমণের ঝুঁকিতে রয়েছে উহানের প্রায় এক কোটি বাসিন্দা।
গবেষণা কেন্দ্রের সংক্রমণ ব্যাধি বিষয়ক সহযোগী অধ্যাপক অ্যাডাম কুচারস্কি জানিয়েছেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী,উহানের ৫ শতাংশ জনগোষ্ঠীর মধ্যে ভাইরাসটির সংক্রমণ দেখা দিতে পারে। অর্থাৎ শহরটির প্রতি ২০ জনে এক জন অথবা প্রায় পাঁচ লাখ ভাইরাসটিতে আক্রান্ত হতে পারেন।
সর্বশেষ সোমবার পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৬৩৮ জনে দাঁড়িয়েছে এবং মৃতের সংখ্যা এক হাজার ১৬ জনে পৌঁছেছে। এদের অধিকাংশই উহানের বাসিন্দা।
ভাইরাসের সংক্রমণ অন্যান্য অঞ্চলে ঠেকাতে চীনা কর্তৃপক্ষ ইতোমধ্যে উহানসহ ১৬টি শহরকে বিচ্ছিন্ন করে রেখেছে। এর ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে প্রায় ছয় কোটি মানুষ। এরপরও করোনাভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা ২০০৩ সালের সার্স ভাইরাসে মৃতের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
আজকের বাজার/এমএইচ