পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্সের উৎপাদন বন্ধ থাকার পরেও অস্বাভাবিকভাবে দর বাড়ছে। এমন অবস্থায় কোম্পানিটির লেনদেন ও শেয়ার দরের চিত্র দেখে বিস্ময় প্রকাশ করেছে কোম্পানি কতৃপক্ষ।
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ডিএসইকে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানি জানায়, জুট স্পিনার্সের উৎপাদন ২০১৬ সাল থেকে বন্ধ রয়েছে। কোম্পানিটি তাদের কার্যক্রম বা মুনাফা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণ সম্পূর্ণভাবে অজানা তথ্য বলে জানিয়েছে কোম্পানিটি।
উল্লেখ্য, গত ১ আগস্ট থেকে শেয়ারটির দর বেড়েছে ৯১ টাকা ৪০ পয়সা থেকে ১১০ টাকা ৫০ পয়সা পর্যন্ত।