বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
উৎপাদন বন্ধ, তবুও বাড়ছে শেয়ার দর
প্রকাশিত - জুলাই ৩, ২০১৮ ১:৫২ পিএম
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্স রিমিটেডের শেয়ার দর বাড়ার কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। কোম্পানিটির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার ফিছনে কি কারণ রয়েছে তা জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটাই জানায়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্লেষণে দেখা গেছে, গত ২৬ জুন থেকে শেয়ারটির দর বেড়েই চলেছে। এ সময়ে শেয়ারটির দর ১৫৫ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৮৩ টাকা ২০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।
উল্লেখ্য, ২০০৬ সাল থেকে কোম্পানিটি লেনদেন বন্ধ রয়েছে। কোম্পানিটি এখনও উৎপাদন চালু করতে পারেনি।
রাসেল/
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.