পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আর্গন ডেনিমস ইউরোপ থেকে নতুন লুমস (তাঁত) সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। আজ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটি ইউরোপ থেকে ৪৮টি ব্র্যান্ড নিউ লুম সংগ্রহ করবে। এই লুমস সংগ্রহ করতে কোম্পানির ১৮ লাখ ৪৫ হাজার ৪০০ ইউরো খরচ হবে।
মূলত কোম্পানির উৎপাদন ক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।
৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য আর্গন ডেনিমসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৮ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৬ টাকা ৫৬ পয়সা।
২০১৩ সালে তালিকাভুক্ত কোম্পানিটির মোট শেয়ারের ৩৭.১৩ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকি শেয়ারের ৩০.৪৭ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং ৩২.৪০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।