উৎপাদন শুরু করবে কেপিপিএল

খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের বোর্ড অব ডিরেক্টর শিগগিরই ফ্যাক্টরি চালু উৎপাদন শুরু করবে এবং বাণিজ্যিক উৎপাদন করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটিকে উৎপাদন শুরুর জন্য নিয়ন্ত্রক সংস্থা সব ধরনের কাঁচামাল সরবরহের অনুমতি দিয়েছে।

প্রসঙ্গত, এনবিআরের সঙ্গে দ্বন্দ্বে ২০১৫ সালের শুরু থেকেই কাঁচামাল আমদানি করতে পারেনি না কেপিপিএল। প্রায় দুই বছর স্থানীয় কোম্পানি থেকে কাঁচামাল ক্রয় করে কারখানা চালু রাখলেও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় লোকসানে পড়ে ২০১৭ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

আরএম/