নানা ধরণের বাধা বিপত্তি পেরিয়ে উৎসব মুখর পরিবেশে শেষ হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নির্বাচন। শনিবার সকাল থেকে ভোটগ্রহণ শরু হয়ে শেষ হয় বিকেল ৫ টায়।
ঢাকার কারওয়ান বাজারের বিডিবিএল ভবনের বেসিস কার্যালয়ে বেসিসের নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা ছিলো।
এবারের বেসিস নির্বাচনে তিন প্যানেলে ২৬ জন এবং স্বতন্ত্র হিসেবে পাঁচজন প্রার্থী অংশ নিয়েছেন।
এমআর/