উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ব্যক্তিগতভাবে দেশের সবচেয়ে শক্তিশালী আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। এ সময় তার মেয়ে সঙ্গে ছিলেন। শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম এসব ছবি প্রকাশ করে। খবর এএফপি’র।
সরকারি ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’র প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার হোয়াসং-১৭ নামের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। চলতি বছর পিয়ংইয়ংয়ের এটি দ্বিতীয় আইসিবিএম পরীক্ষা।
এজেন্সি আরো জানায়, ‘ক্ষিপ্ত’ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জবাবে উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।
সরকারি রোদং সংবাদপত্রে প্রকাশিত ছবি গুলো দেখা যায়, কিম আকাশ অভিমুখে উৎক্ষেপণ করা সাদা ও কালো রঙের হোয়াসং-১৭ ক্ষেপণাস্ত্র প্রত্যক্ষ করছেন। বিশ্লেষকরা এটিকে একটি ‘দানবীয় ক্ষেপণাস্ত্র’ নামে অভিহিত করেন।
খবরে বলা হয়, কিছু ছবিতে তাকে তার মেয়ের সাথে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রত্যক্ষ করতে দেখা যায়।
রাষ্ট্রীয় গণমাধ্যম কখনো তার মেয়ের নাম উল্লেখ না করলেও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মেয়েটিকে তার দ্বিতীয় সন্তান জু ই বলে চিহিৃত করে।
রাষ্ট্রীয় গণমাধ্যম মহাকাশ থেকে পৃথিবীকে দেখানো যে ছবি গুলো প্রকাশ করেছে তা আইসিএমএ’তে লাগানো একটি ক্যামেরার সাহায্যে নেওয়া হয়।