দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সোমবার জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পিয়ংইয়ং সম্ভবত দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে স্যাটেলাইট থেকে পাওয়া বিভিন্ন ছবি বিশ্লেষণ করে এমন ইঙ্গিত পাওয়ার পর তারা নজরদারি জোরদার করে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, বিশ্লেষকরা উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ দু’টি ক্ষেপণাস্ত্র কেন্দ্রে তাদের কর্মতৎপরতা জোরদার করেছে। উৎক্ষেপণ কেন্দ্র দু’টির একটি হচ্ছে সামুনদং ক্ষেপণাস্ত্র গবেষণা কেন্দ্র এবং অপরটি হচ্ছে সোহায়ে রকেট পরীক্ষা কেন্দ্র। এক্ষেত্রে যেকোন ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেশটির নিরস্ত্রীকরণ সংক্রান্ত আলোচনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের মুখপাত্র কিম জন-রেক বলেন, দক্ষিণ কোরিয়া সীমান্ত বরাবর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ সম্ভাব্য যাবতীয় কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে তারা এটা করছে।