উ. কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণে তাড়া নেই : ট্রাম্প

পরমাণু নিরস্ত্রীকরণে উত্তর কোরিয়ার জন্য নির্দিষ্ট কোন সময়-সীমা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়াকে পরমাণুমুক্তকরনে কোন রকম তাড়া দেয়া হবে না বলে জানিয়েছে সিংগাপুর ভিত্তিক গণমাধ্যম ‘চ্যানেল নিউজ এশিয়া’।

মঙ্গলবার ট্রাম্প আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘পিয়ংইয়ং এর সাথে আলোচনা অব্যাহত আছে। তারা খুব ভাল সারা দিচ্ছে তাই আমরা তাদের কোন সময়ের সীমারেখা বেধে দিতে চাই না বা গতিসীমাও বেধে দিতে চাইনা।’

ফিনল্যান্ডের হিলসিংকিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও উত্তর কোরিয়া নিয়ে আলোচনা হয়েছে বলেও ট্রাম্প দাবি করেছেন।

উল্লেখ্য, গত ১২জুন সকল প্রকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করার শর্তে পরমাণু নিরস্ত্রীকরণের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে উত্তর কোরিয়া। চুক্তি কার্যকরের প্রথম পদক্ষেপ হিসেবে দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে বিশাল সামরিক মহড়াও বাতিল করেছে যুক্তরাষ্ট্র। যদিও উত্তর কোরিয়া এখনো কোন রকম পদক্ষেপ নেয়া শুরু করেনি। ইয়ন নিউজ

আজকের বাজার/এমএইচ